৯০ উর্ধ্ব বয়স্ক এক ব্যক্তি জিজ্ঞেস করলাম, হজ্বে গেছিলেন? লোকটা মাথা নাড়লেন।
: কত সনে?
: বাবা, সাল তো মনে নেই। যখন গেছিলাম তখন পাসপোর্ট ছিল না।
: কা'বা গিলাফ ধরতে পেরেছিলেন?
: ধরছি মানে? মনে হইতে ছিল আল্লাহর আঁচল ধরছি। আল্লাহর লগে অনেক কথা কইছি... ( কাঁদতে কাঁদতে বলছিলেন)
: নবীজি ﷺ এর রওজায় সালাম দিয়েছেন? নবীজিকে শুনিয়ে?
এবার লোকটা কোনো উত্তর করতে পারলেন না কান্নার কারণে! নবীর কথা মনে হতেই যেন বিরহ ব্যথা তীব্র হয়ে গেল।
: কোনো ছবি-টবি আছে?
: ছবি দিয়া কি করমু? চোখ বুজলেই মক্কা-মদিনা দেখি।
আফসোস! এখন মানুষ হজে গিয়ে ভিডিও করে। লাইভ ছাড়ে। ছবি তুলতে তুলতে মেমোরি লোড। কিন্তু এই বৃদ্ধের মত মক্কা-মদিনার আবেগ, ভক্তি ও উচ্ছাস কখনোই তাদের হৃদয় অনুভব করে না। করতে পারে না। সক্ষমও না।
এখন তো সৌদি আরব কত উন্নত। কত জমকালো। কিন্তু চাকচিক্যময় অত্যাধুনিক মক্কাকে ছাপিয়ে যদি অনুন্নত ধুলোমাখা ১৪শ বছরের সেই পুরোনো আরবের দেখা মিলত! আহ! দিন যত যায়, 'উন্নতি'র আবরণে প্রেমময় 'সেই' আরব ততই ঝাপসা হতে থাকে। ইনশাআল্লাহ একদিন মক্কা যাব। মদিনা যাব। কিন্তু হারানো সেই আরবকে খুব মিস করব!
.
লেখাঃ মাসউদ আলিমী (হাফিজাহুল্লাহ)
0 মন্তব্যসমূহ
আপনার মতামতের জন্য ধন্যবাদ।