সর্বশেষ

6/recent/ticker-posts

প্রেত প্রেম




প্রেতিনির নীল শাড়ি-পাড় দেখে,
বিহ্বল হয়ে আছো তুমি।
অথচ কালো চোখ অশ্রুসজল হয়ে,
ভুলে গেছে শৈশব, দুষ্টুমি।
প্রেতাত্মা হাসিতেছে, যোগিনীর হাসি, 
দেখে ভুলিতেছো তুমি কোন মানুষের মুখ।
যে মুখ আহার ভুলে, স্বপ্নে তোমায় দেখে,
আজ তার গভীর অসুখ। 
প্রেতিনীর লাল মুখ, নীল চোখ, পিশাচের মন,
বেশ-ভূষে রূপবতী, হৃদয়ে রক্ত পিপাস;
হাজার বছর ধরে, হত্যা লীলায় মাতে,
মানব জাতিরে সে করিতেছে গ্রাস!

প্রেতিনীর নীল শাড়ি, হৃদয়ে রক্তের লোভ,
মায়ার দৃষ্টি দিয়ে ভুলিয়ে করিয়েছে চুপ।
ভুলে গেছে পরিবার, মানুষের ভালবাসা প্রেম,
প্রেতিনির কিন্নরে ভরিয়া গিয়েছে আজ রাজার হেরেম। 
প্রেতিনীর কান্নায় বারবার ভুলে গেছ পৃথিবীর টান,
স্বজাতির ডাক ভুলে আকুল হয়ে শুনো প্রেত আহ্বান!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ