মিথ্যার চাপে পড়ে,
ওষ্ঠাগত আজ সত্যের প্রাণ।
মানুষ গিয়েছে ভুলে,
একই পিতার তারা মানব সন্তান।
যুদ্ধ রচেছে সে,
স্বজাতির রচিবে প্রয়ান।
ধ্বংসস্তুপ,রক্তের নদী হবে,
গর্জে উঠবে কোন ট্রাংক বা কামান।
শিশুদের লাশ, নিরীহের মাংসের নির্যাস,
তাহাদের বাসগৃহ, বিপন্ন, রক্তাক্ত প্রাণ।
অথচ বিশ্ব জুড়ে ন্যাটো, জাতিসংঘেরা,
খেয়ে বাঁচে মজলুম মানবরক্তের ঘ্রান!
শাসনের ভার দিয়ে, নিজেই আজ,
ভারী হয় শাসিতের জাত।
শাসকেরা নির্লাজ, পড়িয়া সে শির তাজ,
রচিতেছে সহিংস সংঘাত।
এরকম পৃথিবীতে,গ্রীষ্ম বা কোন শীতে,
চিরদিন ন্যায় কাঁদে বেদনার বিষাদনামায়।
আর কত অন্যায়, সয়ে যাব আমি হায়,
শক্তি বা ধৈর্য্য গো দানিও আমায়৷
সিদ্দিক,সালেহীন, ফারুক বানাও মোরে,
দাও শক্তি যবে চালাই যুলফিকার।
অন্যায় মুছে গ্রহে, ন্যায়ের শাসনধ্বজা,
উড়াই আরেকবার।
দূর হোক সংঘাত, সত্য খুলুক দ্বার,
পরাজয় হয়ে যাক, মিথ্যা অহমিকার।
চার দিক ধ্বনি হোক, শান্তির রাহবার।
সত্য বিজয় হোক"আল্লাহ আকবার!"
0 মন্তব্যসমূহ
আপনার মতামতের জন্য ধন্যবাদ।