লেখক:সাংবাদিক; মোঃ তরিকুল ইসলাম
পুরুষ সবচেয়ে ভয় করে যে প্রাণীটিকে তার নাম নারী। সবচেয়ে অবিশ্বাস করে যে প্রাণীটিকে তার নাম নারী। সবচেয়ে ঘৃণা করে যে প্রাণীটিকে তার নাম নারী। সবচেয়ে ভালোবাসে যে প্রাণীটিকে তার নাম নারী।
পুরুষ যে প্রাণীটিকে চোখে চোখে রাখতে চায়, তার নাম নারী। পুরুষ যে প্রাণীটির জন্য সবচয়ে বেশি চোখের জল ফেলে, তার নাম নারী। পুরুষ যে প্রাণীটিকে সন্দেহ করে, তার নাম নারী। যাকে সবচেয়ে বেশী কামনা করে তার নাম নারী । পুরুষ যে প্রাণীটির জন্য সবকিছু বিসর্জন দেয়, তার নাম নারী। রাত জেগে যে প্রাণীটির কবিতা লেখে তার নাম নারী । সবচয়ে সেরা গিফট কেনে একজন পুরুষ যার জন্য, সে কোন এক নারী । পৃথিবীতে যত ফুল, তার বেশিরভাগ উপহার দেয় পুরুষ তার প্রিয় নারীকে। পুরুষ বিরহে কাঁদে যার জন্য সবচেয়ে বেশি, সে আর কেউ নয়, নারী ।
পুরুষ যে এতোকিছু করে, সে কেবল তার নারীর জন্য। একজন পুরুষ যাকে মনের মতো করে সাজায় সে একজন নারী । পুরুষ যার জন্য সিংহাসন ত্যাগ করে সে-ও একজন নারীর জন্য । পুরুষ যার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে সে-ও একজন নারীর জন্য ।
আবার এই পুরুষ ধর্ষণ করে নারীকেই। নারীকে অসম্মানিত করে সবচয়ে বেশি যে প্রাণী, তার নামও পুরুষ। পুরুষ সেই প্রাণী যে তার প্রিয় নারীকে পাওয়ার জন্য পৃথিবী তন্ন-তন্ন করে খুঁজে আনে নীলপদ্ম! সেই পুরুষ নারীর উপর যে নৃশংসতা চালিয়েছে, তার তুলনা ইতিহাসে বিরল।
আহা বিভ্রম!!
0 মন্তব্যসমূহ
আপনার মতামতের জন্য ধন্যবাদ।