সর্বশেষ

6/recent/ticker-posts

ডাণ্ডাবেড়ি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা!

লেখক:সাংবাদিক; মোঃ তরিকুল ইসলাম 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে ডাণ্ডাবেড়ি নিয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধা। জানাজার নামাজের সময় তারা হাতকড়া খুলে দেওয়া হলেও খোলা হয়নি ডাণ্ডাবেড়ি।



শনিবার বেলা ৩টায় উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মৃধা বাড়িতে জানাজায় অংশ নেন নাজমুল। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। নিরাপত্তার স্বার্থে তার ডাণ্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান।

নাজমুলের স্বজনরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাজমুলের বাবা দেউলী সুবিদখালী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মো. মোতালেব হোসেন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে নাজমুলের পরিবার। তখন নির্বাহী হাকিম সেই আবেদন মঞ্জুর করলে তাকে পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাজমুলকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাবার জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পাওয়ার পর তার ডাণ্ডাবেড়ি খুলে দেওয়া উচিত ছিল।

“তিনি তো ডাকাত নয়। পুলিশ পাহারা ছিল; তার ডাণ্ডাবেড়ি খুলে দিতে পারত তারা। আমরা এ ঘটনাকে ধিক্কার জানাই।”

ওসি হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, পাঁচ ঘণ্টার জন্য শর্ত সাপেক্ষে ছাত্রদল নেতাকে জামিন দিয়েছিল আদালত। জানাজা শেষে তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

গত ২০ ডিসেম্বর তাকে আটক করা হলে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ