২) কৌতুক করে হলেও মিথ্যা
বলবেন না
৩) কথা (ওয়াদা) দিয়ে কথা রাখার
চেষ্টা করুন
৪) ভুল হলে তর্ক না করে সরি বলুন
৫) অকারণে ও অপ্রয়ােজনে হাসবেন না
৬) ঘন কথা না বলে ধীরে ধীরে কথা
বলুন
৭) যা জানেন না তা নিয়ে বলতে যাবেন
না
৮) অজানা বিষয়ে তর্কে জড়াবেন না
৯) কাউকে বুঝাতে যাবেন না আপনি
শ্রেয়
১০) অন্যকে বলতে দিন তার কথা
আগে শুনুন
১১) শব্দ করে খাবার খাবেন না
১২) রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন
১৩) কেউ ভুল করলে সহজে ক্ষমা করে
দিন
১৪) ছেঁড়া জামা জুতা পরবেন না
১৫) সহজে কারাে কাছে হাত পাতবেন না।
১৬) পারলে খাওয়ান কিন্তু দাবী করে
খাবেন না।
১৭) খাবার সামনে এলে আগে অনাকে
দিন।
১৮) ছােট বড় সবাইকে সম্মান করে
কথা বলুন।
১৯) মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত
থাকুন।
২০) নিজেকে সবসময় ছােট ভাবুন,
নম্রতা দেখান।
0 মন্তব্যসমূহ
আপনার মতামতের জন্য ধন্যবাদ।