শাহিনা খাতুন জিজ্ঞেস করলেন, "ভাগিনারার ঘুম ভাঙছে?"
ভাগিনারা শুয়ে আছে। তাদের ঘুম ভেঙেছে। রাতে বাউলসঙ্গীত হয়ে গেছে। সুন্দরী দুই মেয়ে পারফর্ম করেছে৷ লীলাপাগলী নামের অল্পবয়েসী (১২?) হাস্যরসে গান গাইছে। গানের ফাঁকে ফাঁকে নিজের নাম বলে যাচ্ছে।
"ওই! লীলা পাগলী বলে.." মাঝে মাঝে গানের জোসে মঞ্চে ভৈরবী নাচ নেচে উঠে সে।
দ্বিতীয় শিল্পী অপেক্ষাকৃত রূপসী ও পূর্ণযুবতী। তার ভঙ্গীও লাস্যময়। সে গাইলো।
ওসি মহসীনুল কবির পড়েছেন হলুদ কাপড়।
তিনি শৈত্য অনুভব করছেন। হিমেল হাওয়ায় মধ্যরাতে এলো বিচ্ছেদের গান।
আমরা চলে যাচ্ছি। আমি বাসে বসে আছি। বাসের নাম যাতায়াত৷ কিন্তু এটি কমই যাতায়াত করছে। কিছুক্ষণ পরপর থেমে যাচ্ছে এটি।
0 মন্তব্যসমূহ
আপনার মতামতের জন্য ধন্যবাদ।