সর্বশেষ

6/recent/ticker-posts

জীবন সমর



তখন আমি সেনাধ্যক্ষ,
 যুদ্ধ জয়ের বাসনা ভুলে।
অস্তিত্বের সমরনামায়,
নাম লিখেছি হৃদয় খুলে।

আশায় আশায় যুদ্ধে নেমে,
জয় করেছি ঊষর ভূমি।
প্রতিবারেই এই প্রেরণা, 
ক্ষণিক পরেই আসবে তুমি। 

তোমার জন্য পার হয়েছি,
উত্তাল এই আটলান্টিক 
কল্প রাজ্যে ভেবেছি তুমি,
ধেয়ে আসছো এদিকেই ঠিক।

কত জনপদ বিজয় করেছি,
কত মানুষের নিয়েছি প্রাণ।
যুদ্ধে আমরা সত্য পতাকা,
উঁচিয়ে গাইবো সাম্য গান। 

অথচ কে জানে, এই পৃথিবীটা,
ভালবাসা আর প্রেমের নয়।
একাই চলেছি বন্ধুর পথে,
জয় পরাজয় না করে ভয়।

আজকে যখন পেলাম খবর,
তুমি ভিড়েছ তাদের সাথ,
যাদের সাথেই সমর মোদের,
পরিকল্পনে কেটেছে রাত।

আজকে হয়ত আমায় নিয়েও,
হত্যার এক নকশা আঁকো,
আমি এখনি বুক পেতে আছি,
আমার দিকেই মিসাইল তাকো। 

তোমার জন্য একটা জীবন,
আমি তো বন্ধু দিতেই পারি,
আমার ইতিহাস তুমিই লিখবে,
বিনাশ হয়েছে অত্যাচারী।

সাগর পাড়ের ওডেসি, আকিল,
প্রেমের জন্য কাতর স্মৃতি,
ভালবাসাতেও রাজনীতি হয়,
কখনো শুনেনি বিষাদগীতি।

তুমারে বধিব কিভাবে ভেবেছো,
বন্ধু আমার আশার আলো?
আমার কবর রচিতে চেয়েছো,
সেটাই বরং অধিক ভালো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ