সর্বশেষ

6/recent/ticker-posts

পিতা-মাতার জন্য দু’আ

رَبِّ ارْحَـمْـهُـمَـا  كَـمَـا رَبَّيَانِي صَـغِـيْـرًا

রব্বির হাম্‌ হুমা কামা রব্বা ইয়ানি সগিরা

হে আমাদের প্রতিপালক! তাদের উভয়ের (পিতা-মাতার) প্রতি দয়া কর যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন।

(সূরা বানী ইসরাইল, আয়াত : ২৪)

وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُوا إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاهُمَا فَلا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلاً كَرِيماً وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً
অর্থাৎ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের এক জন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদেরকে ভৎর্সনা করো না; বরং তাদের সাথে বলো সম্মানসূচক নম্র কথা। অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থেকো এবং বলো, ‘হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি দয়া কর; যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে।’ (সূরা বানী ইস্রাঈল ২৩-২৪)
ফায়েদাঃ আল্লাহ পাক স্বয়ং তাকে ইবাদত করার পর পিতা মাতার সাথে উত্তম ব্যাবহারের আদেশ দিয়েছেন । তাদের সাথে ’উহ’ শব্দটিও উচ্চারন করতে কুরআন মাজীদে কঠিনভাবে নিষেধ করেছেন । হাদীসে এসেছে, মৃত্যুর পর মা-বাবার জন্য নেক সন্তান দুয়া করলে আল্লাহ কবুল করেন । সংশ্লিষ্ট সবার প্রতিনয়ত এ দুয়া পড়া চাই ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ