সর্বশেষ

6/recent/ticker-posts

মুত্যু নিকটবর্তী অনুভব হলে পড়ার দু‘আ


ٰاَللّٰهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَاَلْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْاَعْلٰى

আল্লাাহুম্মাগফিরলী ওয়ার হামনী ওয়া আলহিক্বনী বিররফী-ক্বিল আ‘লাা

হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত ও দয়া বর্ষণ করুন এবং আমাকে রফিকে আ’লা (নবী ও সালেহগণ)-এর সাথে মিলিত করে দিন।

সহিহ বুখারী হাদিস নাম্বারঃ (৫২৭২),
সহিহ মুসলিম হাদিস নাম্বারঃ(৬০৭৪) )



হাদিসটি বিশুদ্ধ (সহীহ) ।



বিঃ দ্রঃ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদীস সমূহের  



ক্ষেত্রে জমহুর হাদীস বিশারদদের মতে হাদীসের হুকুম বসানোর প্রয়োজন নেই। 



শুধুমাত্র কিতাবদ্বয়ের রেফারেন্স উল্লেখ করাই যথেষ্ট হবে। 



আমরা কিতাবদ্বয়ের রেফারেন্স উল্লেখ করে দিবো।

ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত দু’আটি বারবার পড়েছেন।



حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ مُسْتَنِدٌ إِلَىَّ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى ‏"‏‏.‏

আবদুল্লাহ ইবনু আবূ শায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার পায়ের উপর হেলান দেওয়া অবস্থায় বলতে শুনেছি, হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি অনুগ্রহ কর, আর আমাকে মহান বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও।

https://play.google.com/store/apps/details?id=com.tos.namajtime

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ