সর্বশেষ

6/recent/ticker-posts

সন্তানের জন্য দু’আ


رَبِّ  اجْـعَـلْـنِـىْ  مُـقِـيْـمَ  الصَّـلـوةِ  وَمِـنْ  ذُرِّيَّـتِـىْ  ق  رَبَّـنَـا  وَتَـقَـبَّـلْ  دُعَـاءِ

রাব্বিজা’আল্‌নি মুক্বীমাস সালা-তি ওয়া মিন্ যুররিয়্যাতী, রাব্বানা ওয়া তাক্বাব্বাল দু’আ।


হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হতেও। প্রভু হে! আমার প্রার্থনা মঞ্জুর কর।
(সূরা ইব্রাহিম, আয়াত : ৪০)


সূরা ইব্রাহীমের ৪০ নং আয়াতের অংশ । মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এভাবে আল্লাহর কাছে দুয়া করতেন বলে কুরআন মাজীদে উল্লেখ রয়েছে । নিজের ও সন্তানদের সঠিক পথের জন্য সকল মুসলমানদেরও এভাবে সর্বদা দুয়া করা কর্তব্য ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ